গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
বাগেরহাটে গাঙচিল আন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।গাঙচিল আন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরের রেডি অডিটরিয়াম মিলননায়তনে আলোচনা সভা ও কেক কাটাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে ষ্টেডিয়ামের সামনে থেকে এক বণাঢ্য র্যালি বের করে র্যালীটি শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যডি অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শওকত হোসেন। সাধারন সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের স লনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার ও গাঙচিল উপদেষ্টা রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও গাঙচিল উপদেষ্টা রিজিয়া পারভীন।
এসময় অন্যান্যাদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সিনি সহ সভাপতি মোঃ মহিতুর রহমান , সহ সাধারন সম্পাদক এস এম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আকতার, সম্মেলন সম্পাদক আসমাতুল ফাতিমা ময়না, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার লুনা, প্রচার সম্পাদক সোহাগ হাওলাদার, সমাজকল্যান সম্পাদক হেনা চৌধূরী, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ওমর আলি, গাঙচিল ফকিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহব্বত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুশফিকুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক ফাতিমা আক্তার, সদস্য কাজী সবুজ, স্থায়ী সদস্য জনাব টগর মল্লিক , সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাক, কল্লোল সরকার, সরদার ইমরান কবির, শিল্পি হিমু ইসলাম , কাজী সাইদুর রহমান সবুজ সহ জেলা ও অন্যান্য উপজেলা হতে আগত সদস্যরা ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত