গাইড বানিজ্য অভিযোগে মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

  মুন্সীগঞ্জ হতে, শাহনাজ বেগম

প্রকাশ: ২০ জুন ২০২২, ১৫:০০ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. নুরুল ইসলাম বিরুদ্ধে গাইড বানিজ্য ও অসদাচরণের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। 

সোমবার সকালে শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন কলেজের অফিসরুমের সামনে অবস্থান নেয় এবং বিভাগীয় প্রধানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বিভাগীয় প্রধানের প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। পরে আট দফা দাবিসহ শিক্ষার্থীদের গণস্বাক্ষরিত স্মারকলিপি অধ্যক্ষ বরাবরে পেশ করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভাগীয় প্রধান মোঃ নুরুল ইসলাম তার নিজের লেখা বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করেছে। আর এই বই কেনার জন্য ম্যাসান্জার গ্রুপে  শিক্ষার্থীদের প্ররোচিত করেছে। একই সাথে বিভিন্ন সময় ক্লাসে দুর্ব্যবহার করা ও ছাত্রীদের মোবাইল নিয়ে তাদের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে জোরপূর্বক যুক্ত হওয়া সহ নানা ধরনের অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহার দাবি করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাশে ফিরবেন না বলেও জানান।

শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে মেসেঞ্জারের চ্যাটিং স্ক্রীনশট দিয়ে ফটোকপি করে লিফলেট  তৈরি করে উপস্থিত সকলের সামনে প্রদর্শন করেন। 

এ সময় কলেজটির উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত হয়ে তাদের অভিযোগ শোনেন এবং তারা শিক্ষার্থীদের অধ্যক্ষ বরাবর  লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।  
উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার জন্য বলেন এবং অভিযোগ ও প্রমানসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে প্রথমে তিনি এ ব্যাপারে কিছু বলবেন না বলে জানান। পরবর্তীতে বিক্ষোভের ঘটনা অবগত করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। 

এসময় সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার জানান,  ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের যথেষ্ট সুনাম রয়েছে৷ সমাজকর্ম বিভাগের উদ্ভুত ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছি। এই ব্যাপারে কলেজের শিক্ষকদের সাথে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে উপযুক্ত প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত