গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ১৯:৫৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৫:১১
মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায় ইটভাটার কাঁদাবাহি একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে গাংনী থানাপাড়া ধানখোলা সড়কের পাশে আস্থা ব্রিকসে (ইটভাটায়) এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লাল্টু হোসেনের ছেলে। কদর আলী আস্থা ব্রিকসের একজন শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটার আঙ্গিনায় মাটিবাহি ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। কদর আলী ট্রাক্টরের পিছনে কাঁচা ইটের উপর বালি ছিটানোর সময় অসাবধানবশত ট্রাক্টরটি পিছনে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয়ে কদর ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থর গাংনী থানা পুলিশ পরিদর্শন করেছেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত