গরু চুরির হিড়িক! সিরাজদিখানে আতঙ্কে রয়েছে কৃষক ও গরুর খামারি

  লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১৬:১২ |  আপডেট  : ১২ মে ২০২৪, ১৬:৩৭

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের কয়েকটিবাড়িতে কয়েক দিনের ব্যবধানে চারটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চোর আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে রয়েছে কৃষক ও গরুর খামারিগণ।  জানা গেছে, গত রোববার (১১ জুলাই) রাতে রাজানগর ইউনিয়নের দক্ষিন রাজানগর গ্রামের সফিকুল ইসলাম, ৬৩ হাজার ৫শ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়। এর চার দিন পূর্বে একই এলাকার শামিম সরদারের চার লাখ টাকা মূল্যের তিনটি ষাঁড় গরু চুরি হয়ে গেছে।

চুরি যাওয়া গরুর মালিক সফিকুল ইসলাম বলেন, তিনদিন পূর্বে তেঘরিয়া গ্রামের মোঃ আশ্রাফের নিকট আমি ষাড় গরুটি ৬৩ হাজার ৫শ টাকায় বিক্রি করি। আগামী বিশ জুলাই তারিখ ঈদের আগের দিন দুপুরে গরু নিয়ে যাওয়ার কথা ছিল।গত রোববার রাত সারে ৪টায় ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি আমার ষাঁড় গরুটি নেই। চিৎকারে লোকজন জড়ো হয়ে হাজার খোঁজাখুঁজি করের পাইনি।

চার লাখ টাকা দামের তিনটি ষাড় গরুখোয়ানো কৃষক মোঃ শামিম সরদার জানান, কয়েকদিন আগেই আমার গর তিনুটি চোরেরা নিয়ে গেছে। এভাবে চুরি হয়েই যাচ্ছে। অনেকটা জনবহূল এই ইউনিয়নে পুলিশের সহায়তাও সহজে পাওয়া যায় না। চোরের কারণে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। ঘুম হারাম হয়ে গেছে আমাদের। এ চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, চুরির বিষয়টি শুনেছি। গত রোবার রাতে একজন গরুচোরকে ধরেছি, ওই এলাকায় আমাদের টহল আরো জোরদার করা হবে। এ ক্ষেত্রে গরুমালিকদেরও সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত