গত মৌসুমের চেয়ে এবার পঞ্চগড়ে পাটের বাজার মূল্য ভালো হওয়ায় খুশি চাষীরা

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

চলতি পাট উৎপাদন মৌসুমে পাট ছাড়ানো শেষের দিকে। সময়মত বৃষ্টিপাত হওয়ায় সোনাীল আঁশ পাট ছাড়ানোর সমস্যা হয়নি। পাটের বাজার মূল্য ভালো হওয়ায় খুশি চাষীরা।
তবে জানা গেছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনও পেয়েছেন চাষীরা। মৌসুমের শেষ সময়ে পাট কাটতে, জাগ দেয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন তারা।দাম পেয়েও খুশি চাষীরা।পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারন সূত্রে জানা যায় এবার সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে সোনালী আঁশ পাটের আবাদ হয়েছে।
চাষীরা জানান, গত মৌসুমে তীব্র খরার কারণে তারা লোকসানে পড়েছিল।কিন্তু এবার ভালো ফলনের পাশাপাশি বাজার মূল্য ভালো হওয়ায় তাদের চিন্তা কেটে গেছে। গত বছর প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে, সেখানে এবার বিক্রি হচ্ছে ৩ হাজার সাত শত থেকে ৪ হাজার টাকায়।
তবে সময়মতো সার ও কীটনাশক না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। চাষিরা বলেন, কীটনাশক ও সার যখন প্রয়োজন তখন পাওয়া যায় না। বাজারে টাকা দিয়েও পাওয়া যায় না। এতে বাড়ে ভোগান্তি।
জেলা কৃষি বিভাগ বলছে, বাজার চাহিদা অনুযায়ী পাট আঁশের মান ভালো থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে। একই সঙ্গে, মাটির উর্বরতা বাড়াতে এবং কৃষকদের লাভবান করতে পাট আবাদে উৎসাহিত করা হচ্ছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের আঁশ এবং হাইট ভালো হয়েছে। বিশেষ করে অতিবৃষ্টিপাত সে সময় হয়নি। এতে পাটের আঁশের মানও ভালো হওয়ায় বাজার মূল্য বেশি পাচ্ছেন চাষিরা। হাইট বেশী হওয়ায় তার চাহিদা ও বেশী। আমরা উৎপাদনের দিকে লক্ষ্য রেখে চাষীদের সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত