গণ প্রকৌশল দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী-আলোচনা সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ১৫:১০ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৪০

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি)‘র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন আইডিবি নেতৃবৃন্ধ।

আলোচনা সভায় বক্তব্য দেন, আইডিবি, বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হক, জনস্বাস্থ্য অধিদপ্তর, বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী রায়হান হোসেন, প্রকৌশলী আহসান উল আলম, প্রকৌশলী সনত কুমার সাহা, বায়জিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত