গজারিয়ায় শুল্ক আদায় কেন্দ্রের উদ্ধোধন 

  মুন্সীগঞ্জ  প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ জুন ২০২২, ২১:০০ |  আপডেট  : ১ মে ২০২৪, ০৬:০৫

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বি আই,ডাব্লিউ,টি,এ) অনুমোদিত শুল্ক আদায় কেন্দ্রের  শুভ উদ্ধোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ের তেতৈতলা মেঘনা ঘাট নদী বন্দরে শুভ উদ্ধোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বি আই,ডাব্লিউ,টি,এ) ডেপুটি ডিরেক্টর মোঃ মোবারক হোসেন, বালুয়াকান্দী ইউঃ পি আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন, জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন, ওসি(তদন্ত) মোঃ তানভীর হোসেন, ওসি(অপারেশন) মুক্তার হোসেন,প্যানেল চেয়ারম্যান ও ইউঃপি সদস্য মোঃ রিটু প্রধান, ইজারাদারী প্রতিষ্ঠান মেসার্স শামীম ট্রেডার্সের মালিক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ।

উদ্ধোধন পূর্ব বক্তব্যে গজারিয়া থানার পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন বলেন, নিয়ম তান্ত্রিক ভাবে শুল্ক আদায় ও সেই সাথে শুল্ক আদায়ে ইজারাদারকে স্থানীয়দের সহযোগিতা আহবান জানান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত