গজারিয়ায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০০:৩৩
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটি উদ্যোগে দুটি পা বিকলাঙ্গ প্রতিবন্ধী সায়মা আক্তার (১৪) কে হুইল চেয়ার প্রদান করা হয়। মানবাধিকার কমিশন সূত্রে জানা যায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে দুটি পা বিকলাঙ্গ প্রতিবন্ধী সায়মা আক্তার পক্ষে নানী হুইল চেয়ারের জন্য আবেদন করেন। শুক্রবার বিকাল ৩ টায় হুইল চেয়ার টি বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেট ভবেরচর বাস ষ্ট্যান্ড গজারিয়া মুন্সিগঞ্জ মানবাধিকার কমিশন কার্যালয় আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোকতার হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন,এভিপি ও মিডিয়া সাব- এডিটর এম সালাউদ্দিন সেলিম, সহ সভাপতি ও অাজীবন সদস্য সাইদুর রহমান খান, মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা মহিলা ইউনিটের সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফাতেমা অাক্তার সহ মানবাধিকার কর্মীরা। এসময় বক্তারা মানবাধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত