গজারিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৭
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৯:২৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:১৯
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজের কাছ থেকে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় গজারিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ- ১৫-৬৪৫৯) থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে পুলিশ আটক করে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৬টি শর্টগান, ১০ টি পিস্তল, ৫৬ টি তাজা শর্টগানের কার্তুজ, ২৪ টি খালি কার্তুজ, একটি চাকু, দুইটি লাঠি ও ৬ টি ব্যাগ বলে জানাগেছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজউদ্দিন বলেন ওই ঘটনায় ৮জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে সাতজনকে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে একজন পলাতক রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত