খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন আমেরিকান চিকিৎসকেরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৬ |  আপডেট  : ৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন চিকিৎসকেরা।

এর আগে বুধবার ঢাকায় পৌঁছান ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং ডা. হামিদ আহমেদ আব্দুর রব ও ডা. ক্রিস্টোস জর্জিয়াডস।

এদিন দুপুর আড়াইটার দিকে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, সফররত চিকিৎসেকরা হাসপাতালে এসেই মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠক করছেন।

গত ৯ আগস্ট থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত সরকারের অনুমতির পর তিন জন বিদেশের চিকিৎসক এলেন ঢাকায়।

 

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত