খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতের অনুমতি লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৫:৩৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি বিদেশে চিকিৎসা নিতে যান তাহলে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

শনিবার (১১ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দেশের মাটিতে নিতে যেন কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি সে হিসেবেই তার চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন। তাকে যদি বিদেশে যেতে হয় আবার তাকে আইনি প্রক্রিয়া ও কোর্টের কাছে যেতে হবে। কোর্ট ছাড়া এ রাস্তাটি খালি নেই। বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত