ক্ষমা চেয়ে ছাত্রলীগ নেতা বললেন ‘হিন্দু-মুসলিম আমরা সকলে ভাই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ২১:৪৯ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১৬:১২

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোয় যশোরে এক ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনার পর ক্ষমা চেয়ে ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়েছেন ওই ছাত্রলীগ নেতা।

অব্যাহতি পাওয়া মেরাজ হোসেন মিঠু ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেরাজ হোসেন মিঠু শুক্রবার রাতে উসকানিমূলক পোস্টটি দেন। এরপর পদ হারিয়ে শনিবার ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চান তিনি। না বুঝে পোস্টটি দিয়েছিলেন দাবি করে মিঠু লিখেছেন, ‘এমন ভুল আর কখনও হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সকলে ভাই।’

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগকর্মী নাঈমুর রহমান হৃদয় বলেন, ‘শুধু মিঠু নয়, মিঠুকে যারা পদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরও বহিষ্কার করা উচিত।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত