কালোবাজারীতে টিকিট বিক্রির অপরাধে ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১৭:৫৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০০:১০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কালোবাজারীতে দ্বিগুন মুল্যে ট্রেনের টিকিট বিক্রির সময় আক্তারুজ্জামান ওরফে হিটলার নামের এক ফটোস্ট্যাট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বুধবার রাতে আক্তারুজ্জামানকে সান্তাহার শহরের মুক্তিযোদ্ধা বিপনী বিতানের একটি ফটোস্ট্যাটের দোকান থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট ও নগদ টাকা সহ গ্রেপ্তার করে পুলিশ। আক্তারুজ্জামান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে । এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, আক্তারুজ্জামান দীর্ঘ দিন থেকে কালোবাজারীতে টিকিট বিক্রি করে আসছেন । এর আগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল । কিন্তু তিনি কোন কথায় কর্নপাত না করে কালোবাজারীতে টিকিটি বিক্রি করে আসছিল। বুধবার বিকেলে সে এক ব্যক্তির কাছে ঢাকাগামী একটি ট্রেনের এসি স্নিগ্ধার ৭১০ টাকা মুল্যের দুটি টিকিট ১৪০০ টাকা করে ২৮০০ টাকা দাবি করে । পরে ওই ব্যক্তি রেলওয়ে থানায় গিয়ে আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ওই টিকিট বিক্রি করার সময় রেলওয়ে পুলিশের একটি দল টিকিট ও নগদ টাকা সহ আক্তারুজ্জামানকে হাতেনাতে আটক করে এবং থানায় নিয়ে যায়। রাতেই সান্তাহার রেলওয়ে থানার সহ উপ-পরিদর্শক (এ এস আই) শহিদুল ইসলাম বাদি হয়ে আক্তারুজ্জামানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন । বৃহস্পতিবার সকালে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত