কালকিনিতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের ভূমিকা নিয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ১৮:২৩ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৭:২৫

মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শিশু অধিকার ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের ভূমিকা নিয়ে কমিউনিটি ডায়ালগ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সমাজকর্মী, কিশোর-কিশোরী ও সাংবাদিকদের অংশ গ্রহনের মধ্যেদিয়ে এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, সহকারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিফাত শিকদার, প্যানেল চেয়ারম্যাম আরিফা আক্তার, মোঃ আজাদ হোসেন, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যকালে পিংকি সাহা বলেন, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, তালাক প্রথা বলি, শিশু নির্যাতন, স্কুল গোয়িং কিশোর কিশোরীদের সমস্যাগুলো একত্রে নিয়ে সবার কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। তারা ১০৯৮ নম্বরে ফোন দিয়ে যেকোনো আইনি সহায়তা চাইতে পারবে। সহায়তা চাইলে উপজেলা, জেলা সমাজসেবা, প্রবেশন অফিসার এই আইনি সহায়তা দিবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত