কালকিনিতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৮:৫৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২২:৫১
মাদারীপুরের কালকিনিতে এক কলেজ পড়ুয়া (১৯) শিক্ষার্থী ধর্ষণ মামলায় মোঃ আমিনুল ইসলাম সরদার নামে একজন ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার ভোরে তাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়।
এলাকা, পুলিশ ও মামলা সুত্রে জানা গেগে, কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামাড়া গ্রামের সরোয়ার আলম সরদারের কলেজ পড়ুয়া ছেলে আমিনুল ইসলাম সরদারের সঙ্গে প্রায় এক বছর পূর্বে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে গত জানুয়ারি মাসের ১৯ তারিখ ওই শিক্ষার্থীর বাড়িতে দেখা করতে যায় ধর্ষক আমিনুল ইসলাম। এসময় ধর্ষিত শিক্ষার্থী বাড়িতে একা থাকায় তাকে বিয়ের প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার ধর্ষণ করে আমিনুল ইসলাম। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষক আমিনুল ইসলামকে আসামী করে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই অনিমা বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই অনিমা বাড়ৈ বলেন, ধর্ষণ মামলার ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত