কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৫:৪৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০২:০৫
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রাব্বি তালুকদার-(১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও পশ্চিম কালিনগর গ্রামের কালাই তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবা ও ছেলে নিজ জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হন। তারা ঘটনাস্থলে গিয়ে জমিতে পানি দেয়ার জন্য মটারের সুইচ দিলে রাব্বি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন। রাব্বির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, স্কুলছাত্র রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রাব্বি নিহত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত