কালকিনিতে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, তদন্ত ওসিসহ আহত-৪

  শফিক স্বপন ,মাদারীপুরঃ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ২১:১৫ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:০৯

কুমিল্লায় মন্দিরে কুরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল বের হলে তৌহিদী জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ওসি তদন্তসহ ৪ জন আহত হয়েছে। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে পুরো উপজেলায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বিকালে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, কুমিল্লায় কোরআন অবমাননা করার প্রতিবাদে আসরের নামাজ শেষে পৌর এলাকার ভুরঘাটা বাসষ্টান্ডে তৌহিদী জনতার ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ সময় কালকিনি থানা পুলিশ মিছিল বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তাদের নির্দেশকে উপেক্ষা করে তৌহিদী জনতা মিছিল চালিয়ে যান। পরে থানা পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে ফাঁকা গুলি ছোড়েন। এ নিয়ে এক পর্যায় পুলিশ ও তৌহিদী জনতা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসিরউদ্দিন(৩৯), পুলিশ সদস্য মোঃ আমজাদ হোসেন(৩২), পুলিশ সদস্য জাহেদুল(৩১) ও তৌহিদী জনতা ফজলু(৪০)।

তাদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, বিষয়টটি দুঃখজনক। আমাদের থানার ওসি তদন্তসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত