কালকিনিতে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৬:৩৫ |  আপডেট  : ১০ মে ২০২৫, ০০:৩৩

মাদারীপুরের কালকিনিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সামনের একটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এর এ কার্যক্রম চালু করা হয়েছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সরকারের দেয়া বিধিনিষেধ পালনে সচেষ্ট হতে আহ্বান জানান।

ওএমএস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খাইরুল আলম সুমন,জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার ,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ মমরাজ হোসেন কুদ্দুছ,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম কিরন, ডিলার দুলাল বেপারী প্রমুখ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান,এ কর্মসূচির আওতায়  কালকিনি পৌরসভার মোট ৬টি পয়েন্টে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিকেজি চাল ৩০ টাকা দরে ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হবে। এসময় জনসাধারনকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত