কালকিনিতে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪১ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ০০:১২

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট এর আয়োজনে ও মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে সোমবার থেকে আজ বুধবার তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি, মৎস্য, প্রানী সম্পদ, শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক, ইমাম, পুরোহিত, ইউপি সদস্য, স্কুলগামী কিশোরী ও এনজিও কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার,কালকিনি  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী, কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল বিধান সানাউল্লাহ, কৃষি সম্প্রসারন অফিসার গবিন্দ মন্ডল, শিক্ষক মো. জামাল হোসেন ও  উপ-সহকারি কৃষি কর্মকর্ত মো. নেছ্রাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য সেশন পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও শামীম মন্ডল।        

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত