কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৪:৩১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে।
আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।
বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে রাশিয়ান ওই সংবাদমাধ্যম জানিয়েছে। ইউক্রেন সরকার বিমান ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন মঙ্গলবার বলেন, অজানা দুর্বৃত্তরা বিমানটি ছিনতাই করে ইরানের দিকে গেছে।
তিনি বলেন, গত রোববার আমাদের একটি বিমান ছিনতাই করে নিয়েছিল কিছু লোক। কিন্তু মঙ্গলবার আমাদের বিমানটি সত্যি চুরি করা হয়েছে। কাবুল ছেড়ে যাওয়ার আগে তারা বিমানটি থেকে ইউক্রেনের যাত্রীদের নামিয়ে দিয়েছে। কাবুল থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসার তিনটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হয়েছে কারণ ইউক্রেনের নাগরিকরা এয়ারপোর্টেই যেতে পারছে না।
এ ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত