সদস্য পদে আলতাফ হোসেন নির্বাচিত

কাউনিয়া কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৯:৪৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৯

রংপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য (কাউনিয়া-০২ ওয়ার্ডে) আওয়ামী লীগ নেতা বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (তালা) প্রতীক নিয়ে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ গোলাম সারোয়ার আনছারী বাবু (হাতি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ ভোট, মোঃ মিজানুর রহমান টিউবয়েল প্রতীক পেয়েছেন ১ ভোট। এছাড়াও কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইলিয়াস আহমেদ (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে সঙ্গীতা (মাইক) প্রতীক পেয়েছেন ৩০ ভোট, ক্ষ্যান্ত রাণী (হরিণ) প্রতীক পেয়েছেন ২২ ভোট, দুলালী বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন ২১ ভোট, সেলিনা খাতুন শিউলি (টেবিল ঘরি) প্রতীক পেয়েছেন ১৯ ভোট, রোকসানা পারভীন (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন  ভোট। সকাল ৯টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। ২টা ১৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গণনা হয়।

 গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। গত সোমবার উপজেলা নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন জানান, কাউনিয়া (ওয়ার্ড-০২ আসনে) মোট ভোটার ছিল ৯৪ জন। ৯৪ জন ভোটারেই ভোট প্রদান করেছেন। এর মধ্যে সদস্য পদে প্রিজাইডিং অফিসার ১টি ভোট বাতিল করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত