কাউনিয়া উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে শিপুন আখতারকে সংবর্ধনা
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৮:৩৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৫
কাউনিয়া উপজেলা স্কাউটস এর আলোচনা সভা পরিষদ সভা কক্ষে উপজেলা স্কাউটস এর সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস সুধীর চন্দ্র বর্মন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর কশিশনার ও মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, সহসভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ,সম্পাদক ফাকের সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হক বুলবুল, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ ইকবাল হোসেন, আশফিকা বুলবুল পেস্তা, নজরুল ইসলাম,
রফিকুল ইসলাম, রমজান আলী, আবুল কাশেম, সহকারী শিক্ষক আঃ ওয়াহেদ প্রমূখ।
সভায় কাউনিয়া উপজেলা স্কাউটস কে ঢেলে সাজানোসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস চালু ও শিক্ষকদের প্রশিক্ষনসহ স্কউটস ভবন ণির্মানের উপর গুরুত্ব আরোপ করা হয়। শেষে উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপুন আখতার কাউনিয়া উপজেলায় প্রথম সহকারী লিডার ট্রেনার নির্বাচিত হওয়ায় তাকে সংবর্দনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত