কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ২ তৃতীয় লিঙ্গ ভোটারসহ মোট ভোটার ২০৪৫৪৩ জন

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১৬:৩৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৬

উপজেলা পরিষদ  নির্বাচন ২০২৪ রংপুরের কাউনিয়া উপজেলায় ১টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নে তৃতীয় লিঙ্গ ২ ভোটার সহ মোট ভোটার ২০৪৫৪৩ জন।

ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে উপজেলায় মোট ভোটার ২০৪৫৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০০৫০৯ ও নারী ভোটার ১০৪০৩২ জন। এই উপজেলায় পুরুষের চেয়ে ৩৫২০ জন নারী ভোটারের সংখ্যা বেশি। উপজেলায় সবচেয়ে বেশি ভোটার হারাগাছ পৌর সভায়। হারাগাছ পৌর সভায় মোট ভোটার ৫৩৭৫৪ জন এর মধ্যে পুরুষ ২৬১৫৮ এবং নারী ২৭৫৯৬জন। পুরুষের চেয়ে ১৪৩৮ নারী ভোটার বেশী। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ১নং সারাই ইউনিয়নে মোট ভোটার ২০৬২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১১৩, নারী ১০৫১৪ জন। পুরুষের চেয়ে ৪০১ নারী ভোটার বেশী। ২নং হারাগাছ ইউনিয়নে মোট ভোটার ১৮৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২০৬, নারী ৯৪০৩ জন। পুরুষের চেয়ে ১৯৭ নারী ভোটার বেশী। ৩নং কুর্শ ইউনিয়নে মোট ভোটার ৩২২৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬০১৮, নারী ১৬২৪৩ জন। পুরুষের চেয়ে ২২৬ নারী ভোটার বেশী। ৪নং শহীদবাগ ইউনিয়নে মোট ভোটার ১৬৭২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩৪৮, নারী ৮৩৭৫ জন। পুরুষের চেয়ে ২৭ নারী ভোটার বেশী। ৫নং বালাপাড়া ইউনিয়নে মোট ভোটার ৩০৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৮২১, নারী ১৫৫৫২ জন। পুরুষের চেয়ে ৭৩১ নারী ভোটার বেশী। ৬নং টেপামধুপুর ইউনিয়নে মোট ভোটার ৩২১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫৮৪৫, নারী ১৬৩৫০ জন। পুরুষের চেয়ে ৭০৫ নারী ভোটার বেশী। তৃতীয় লিঙ্গ ২ ভোটারের মধ্যে একজন বালাপাড়ায় অন্য জন সারাই ইউনিয়নের ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩, ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ৫১৭ অস্থায়ী ১৮ মোট ৫৩৫। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনরে জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত