কাউনিয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্বোধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১৮:০০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবন্ধ, বিদ্যুৎ ও পানির অপচর রোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মঙ্গলবার উদ্বোধন করা হয়। 

উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে ফিতা কেটে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, সহকারী প্রোগামার মৃত্যুঞ্জয় চন্দ্র সেন, ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরফিকুল ইসলাম প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল গুলো অতিথিবৃন্দ পরিদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত