কাউনিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ২৩:০৯

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের কানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার রাতে ক্লাস রুমের ৩টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে।কানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সোমবার ক্লাশ শেষে বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষরা বাড়ি চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে বিদ্যালয় খুলতে এসে দেখেন বিদ্যালয়ের টিন কেটে ৩টি শ্রেনী কক্ষের ৩টি ফ্যান চোর চুরি করে নিয়ে গেছে। অফিস রুমের ফ্যানটিও নিতে গিয়ে নিতে পারে নাই। ক্লাস রুমে ফ্যান না থাকায় ছাত্র-ছাত্রীদের খুব কষ্ট হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফ্যান চুরির বিষয়টি জানিয়েছে, এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি জিডি করতে বলেছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত