কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫
কাউনিয়ার সেনাবাহিনীর একজন উর্দ্ধতন কর্মকর্তার নিজস্ব তহবিল থেকে অসহায় দরিদ্র, এতিম খানার শিশু, মটর শ্রমিক, হোটেল শ্রমিক, কুলি, মজুর, প্রতিবন্ধি, রিক্সা চালক, ভ্যান চালক, হরিজন সহ প্রায় দুই শতাধিত শীতার্ত মানুষের মাঝে মঙ্গলবার শীতবন্ত্র বিতরণ করা হয়।
কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, উপজেলা মৎস্য অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফেরদৌসী আকতার, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, কাউনিয়া বালাপাড়া বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুস ছালাম, সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, শরিফুল ইসলাম শরিফ, জহির রায়হান, নিতাই রায়, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ, আসলাম হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ। শীতার্ত মানুষ গুলো কম্বল পেয়ে বেজায় খুশী।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত