ব্যতিক্রমী আয়োজনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল আলোর বাহন
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "আলোর বাহন" এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে পালন করে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার কাউনিয়া। আলোর বাহনের সাধারণ সম্পাদক আসাদ হোসেন জানান, দিনব্যাপী বিনামূল্যে প্রায় ৩০০ জন সাধারণ মানুষ ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করে। সেই সাথে জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করার জন্যও উদ্বুদ্ধ করা হয়। আলোর বাহনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শহীদ জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শহীদবাগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সভাপতি সুজন আব্দুল্লাহ এ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন আলোর বাহনের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক ডাক্তার শাহাবুদ্দিন, প্রচার ও বিতর্ক সম্পাদক মাহাদী আল হাসান, ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য ইয়ামিন মওলা, আসাদুল্লাহ আল ফয়সাল, আকরাম, শাহরিয়ার সাদিক, শানজিল হাসান শিশির, ফুয়াদ আহমেদ আপেল, কাওসার, সনদ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত