সিরাজদিখানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : গৌরবের ৪৬ বছর

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩২

আজ বুধবার ১ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন, সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি- এই তিন মূলনীতিকে ধারণ করে উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মুন্সীগঞ্জ সিরাজদিখান মালখানগর বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ও মালখানগর ইউনিয়ন ছাত্রদছাত্রদল।

এ উপলক্ষে মালখানগর বিশ^বিদ্যালয়  কলেজ শাখা ছাত্রদল ও মালখানগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে  আজ বুধবার সকাল  ১০ টায় মালখানগর কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, আজিজুল হক খান, সোহেল আহম্মেদ রানা, মোঃ খোরশেদ আলম মোঃ ইকবাল হোসেন, মহিউদ্দিন আহম্মেদ, আবু কালাম আবু. কবির হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন, সারোয়ার হোসেন সানি, মোঃ সাব্বির মৃধা, বাবুল আহম্মেদ,আলী হোসেন ছৈয়াল,রাকিব হোসেন মোল্লা,আশীষ কুমার দাস.মেহেদী হাসান  প্রমুখ।

এ সময়  উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত