কাউনিয়ায় বেইলি ব্রীজ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের অরবিট ফাউন্ডেশনের অনুদান প্রদান

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ২০:৪২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৫১

কাউনিয়ার বেইলি ব্রীজ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। 

উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান বায়োকেমিষ্ট আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ হুমায়ূন কবির তারা, সাংবাদিক সাইদুল ইসলাম, জহির রায়হান, শিক্ষক মোস্তাফিজার রহমান, নাজির হোসেন প্রমূখ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ জন দোকান মালিক কে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত