কাউনিয়ায় বাসের ধাক্কায় মিশুক চালক নিহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১৯:৫৭ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০২:১৮

কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ বাজারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শুক্রবার ভোরে বাসের ধাক্কায় মিশু চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। আহত হয়েছে হয়েছে বাসের হেলপার সহ ৭ যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উত্তেজিত জনতা কে শান্ত করে সড়ক যোগাযোগ চালু করে। 

প্রত্য¶দর্শী ও থানা সূত্রে জানাগেছে ঢাকা থেকে ভূঙ্গামারী গামী ফাহমিদা হক পরিবহন যার নং ঢাকা মেট্রো-ব-১৫-০৩৮৩ গত শুক্রবার ভোর ছয়টার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বেইলী ব্রীজ বাজারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিশু চালক রফিকুল ইসলাম (৪৫) কে ধাক্কা দিয়ে বাজারে ৩টি দোকান ভেঙ্গে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। আহত মিশু চালক রফিকুল ইসলাম কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মিশু চালক খোর্দ্দ ভূতছাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। ওসি মোন্তাছের বিল্লাহ্ বলেন পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত