কাউনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১৮:৩৭ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই প্রতিপাদ্যে কে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ মঙ্গলবার উদ্বোধন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ শাহীন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার। বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমূখ। এর আগে জাতীয় ও বাহিনীর পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন শেষে র্যালি বের করা হয়। পরে অগ্নিকান্ডসহ নানা দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যবহারিত সরঞ্জামাদির প্রদর্শনি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত