কাউনিয়ায় প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় ২ জনকে দিয়ে ঋণ কার্যক্রম উদ্বোধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৩২

নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কুটির,ক্ষুদ্র ও মাঝারী শিল্প খাতকে লক্ষ্য করে প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা প্যাকের আওতায় উপজেলা পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউনিয়া এর পক্ষ থেকে সোমবার বিকালে ঋণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। কাউনিয়া উপজেলায় ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের মধ্যে টেপামধুপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম কে ২লাখ এবং কুর্শা ইউনিয়নের হামিদুল ইসলাম কে ১লাখ ৫০ হাজার টাকা দিয়ে ঋণ কার্যক্রমের শুভ সুচনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত