কাউনিয়ায় প্রথম দিনে ৬য় ইউনিয়নে ৩৬০০ মানুষকে টিকা প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২০:৪০ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৭

রংপুরের কাউনিয়ায় কোভিট-১৯ সংক্রমণ কমাতে গণটিকা কার্যক্রমের আওতায় ক্যাম্পেইন চালিয়ে ৩ হাজার ৬ শ মানুষকে করোনা টিকার ১ম ডোজ দেওয়া হয়েছে। 

শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে অগ্রাধিকার ভিত্তিতে ৬টি ইউনিয়নে পৃথক পৃথক এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্বাস্থ্য সেবার পাশাপাশি নমুনা পরীক্ষা ও টিকা প্রদান চলমান রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন। 

ডাঃ খন্দকার মমিনুল ইসলাম জানান, টিকা নিতে আসা কোন মানুষ যেন টিকা না নিয়ে এবং হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমাদের সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। প্রতিটি ইউনিয়নে গণটিকা কেন্দ্রের বুথ গুলোতে নানা বয়সী বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষের ভীঁড় দেখা গেছে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, করোনার নমুনা টেষ্টে অনীহা থাকলেও পরিষদের টিম সাধারন মানুষকে বুঝাতে সক্ষম হওয়ায় টিকা নিতে আগ্রহ বেড়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত