কাউনিয়ায় নারীর বিরুদ্ধে নির্যাতনের অবস্থা মনিটরিং বিষয়ে শেয়ারিং মিটিং

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৬:৫৮ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১৯:১৩

কাউনিয়ায় আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্পের আওতায় রবিবার আরডিআরএস অফিস হল রুমে নারীর বিরুদ্ধে নির্যাতনের অবস্থা মনিটরিং বিষয়ে শেয়ারিং মিটিং প্রকল্প সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান রাজু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নারীর বিরুদ্ধে নির্যাতনের অবস্থা মনিটরিং বিষয়ে শেয়ারিং মিটিং এ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা এসডিজি নেটওয়ার্ক কমিটির সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ওয়াহাব সরকার, মোঃ মন্তাজ আলী, মোছাঃ মাহফুজা খাতুন। বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ে যুব নেটওয়ার্ক এর সিবিও নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন অংশ গ্রহন করে। সভায় বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংশতা বন্ধে সকলে মিলে একযোগে কাজ করার প্রতি গুরুত্ব দেয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত