কাউনিয়ায় নদী ভাঙ্গন রোধে স্থানীয় জনগণ এবং সরকারের প্রতিনিধিদের মতবিনিময়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ |  আপডেট  : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৭

টিআরওএসএ এবং অ·ফাম এর অর্থায়নে গণউন্নয় কেন্দ্র এর বাস্তবায়নে কাউনিয়ায় নদী ভাঙ্গন রোধে স্থানীয় জনগণ এবং সরকারের প্রতিনিধিদের মতবিনিময় গত বুধবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনান্যের মাঝে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সরাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সদস্য ওয়াহেদুল ইসলাম, ডকুমেন্টেশন এন্ড পাবলিক রিলেশন অফিসার আশিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বখতিয়ার হোসেন প্রমূখ। 

সভায় সকলের সম্মেলিত প্রচেষ্টায় তিস্তা নদী ভাঙ্গন রোধ কল্পে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ব্যাক্তিগত তহবিল থেকে নদী ভাঙ্গন রোধে ৫ লাখ টাকা প্রদান করায় সভায় তাকে ধন্যবাদ জানান হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত