কাউনিয়ায় টেপামধুপুর রোডে পাটের ট্রাকে আগুন
প্রকাশ: ৬ জুন ২০২৩, ১৪:২১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫১
রংপুরের কাউনিয়া উপজেলার সবচেয়ে বেশী রাজস্ব আয়ের টেপামধুপর হাট থেকে সোমবার পাট নিয়ে কাউনিয়া রেল গেট যাওয়ার পথে নিজপাড়া মাদ্রাসা থেকে দুইশত গজ দক্ষিনে আঃ মতিন মাষ্টারের বাড়ির কাছে হঠাৎ করে পাটের ট্রাকে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে কাউনিয়া রেলগেট এলাকার পাট ব্যবসায়ী উজ্জল চন্দ্র টেপামধুর থেকে ট্রাক বোঝাই করে পাট নিয়ে আসার সময় মধুপুর রোড়ে আঃ মতিন মাষ্টারের বাড়ির কাছে আসলে রোডের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিরে পাটে আগুন লেগে যায়। স্থানীয়রা দেখে আগুন আগুন চিৎকার শুরু করলে ড্রাইভার ট্রাকটি থামায়। পওে কাউনিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত