কর্তৃপক্ষ নিরব দর্শক
কাউনিয়ায় টেপামধুপুর রোডে গাছের ডালের কারনে দুর্ঘটনা নিত্য দিনের

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১৯:৪৭ | আপডেট : ৯ মে ২০২৫, ১৯:২২

কাউনিয়ায় উপজেলার সবচেয়ে বেশী রাজস্ব আয়ের হাট টেপামধুপুর। সেই হাটে কাউনিয়া থেকে যেতে তালতলা ও নিজপাড়া মাদ্রাসার মাঝামাঝি স্থানে রাস্তার ধারে লাগানো করাই গাছের ডাল গুলো রাস্তায় দিকে হেলে পড়ায় মাল ভর্তি ট্রাক গুলো যাতায়তের সময় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় পতিত হচ্ছে। গত রবিবার রাতে বাদাম ভর্তি একটি ট্রাক উল্টে ৩জন গুরুতর আহত হয় এবং প্রায় ২০০মন বাদাম পানিতে নষ্ট হয়।
সরেজমিনে গিয়ে জানাগেছে টেপামধুপুর থেকে প্রায় দুইশ মন বাদাম নিয়ে ঢাকা মেট্রো-ট ১৪-৭৮৯৩ ট্রাকটি পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে নিজপাড়া এলাকায় গাছের ডালের সাথে বাদামের বস্তা ধাক্কা খেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ড্রাইভারসহ তিন জন গুরুতর আহত হয়। আহতরা হলেন পাবনা জেলার আমিনপুর গ্রামের মৃত শান্তি শেখের পুত্র বাবলু শেখ, একই এলাকার বক্কর মিয়ার পুত্র আতোয়ার হোসেন ও সোলাইমান হোসেন। স্থানীয় আঃ মোতালেব জানান রাস্তার ধারের বড় তিনটি কড়াই গাছের ডালের কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করে নাই। ডালগুলো না কাটলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী গাছের ডালগুলো অপসারেনের দাবী জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত