কাউনিয়ায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৭:১৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, শোকর্যালী, পুরস্কার ও ঋণ বিতরণ, দোয়া মাহফিল, মেডিকেল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন এবং আলোচনা সভা। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আঃ জলিল প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ঋণ বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত