নবান্নের আগমনে

কাউনিয়ায় গৃহস্থলী বাশেঁর পন্য কদর বেড়েছে  

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

কাউনিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলোতে চলতি মৌসুমে ধানের ভাল ফলন ও সঠিক দাম পাওয়ায় কুষকের মনে আনন্দের ছোঁয়া লেছে। সেই সাথে সোনালী ফসল ঘরে তুলতে অগ্রাহনের শুরুতে এবারে কৃষকের ঘরে ঘরে বইছে নবান্নের আগমনী বার্তা। আর  তাই উপজেলার বিভিন্ন হাট বাজারে চলছে ডালি, কুলা, চালনা ও ডোল কেনার ধূম।

উপজেলার ৮৫ ভাগ মানুষ কৃষিজীবী তাই যে যেভাবে পারছে সামনের ধান কাটা-মাড়াইয়ের প্রস্তুতি নিতে হাট বাজারে ভীর করছেন গ্রাম বাংলার কৃষাণীদের পছন্দের ডালি কুলা ও ডোল কিনতে। তকিপল হাটে কুলা নিতে আসা গদাই গ্রামের গফুর আলী জানান শুরু হয়েছে ধান কাটামারাই ও নবান্ন উৎসব, তাই ধান কাটা-মাড়াইয়ের জিনিস পত্র কিনতে এসেছি। ডালি কুলা আর চালন কিনে হাটের পাশে বসে থাকা চর পাঞ্জর ভাঙ্গা এলাকার আনোয়ার হোসেন জানান বাড়ীর বউ-ঝি কাটামাড়ির কাজ করবে তাই ওদের খুশি করতেই এসব কেনা। তিনি জানান গত বোরো মৌসুমে সরকার ধানের দাম একটু কম ছিল কিন্তু এমৌসুমে বাজাওে ধানের দাম বেশ ভাল, তবে কামলা খরচ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে ধানের দাম ভালো তাই আমাদের মনে আনন্দ। তিনি জানান বাজারে বর্তমানে ধানের মন রকম ভেদে ১২০০ থেকে ১৩০০ টাকা। এই দাম থাকলে এবার আর ধান আবাদে তেমন লস হবে না। বাশেঁর পন্য বিক্রেতা আঃ রশিদ জানান দিনদিন বাঁশ কমে যাচ্ছে।  বাঁশের দাম বেশী তাই এবারে বাঁশের তৈরী কৃষি পণ্যেরও দামও একটু  বেশী। চলতি মৌসুমে চাহিদা বেশী তবে কারিগর না থাকায় আমরা কৃষি পণ্য বাজারের চাহিদা মত দিতে পারছিনা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন জানান উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৫’শ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এবারে আমন ধানের ভালো ফলন হয়েছে, বাজারে ধানের চাহিদাও দাম ভালো, তাই এবারে কৃষকরা ধানে লাভবান হবেন। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত