কাউনিয়ায় কাদা সরিয়ে মাছ ধরা উৎসব......!

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:১০ |  আপডেট  : ১৩ মে ২০২৪, ১৫:৫৪

‘মাছে ভাতে বাঙ্গালী’ একটি প্রবাদ প্রচলিত আছে গ্রামে। মাছের প্রতি লোভ নেই এমন মানুষ দেশে খুজে পাওয়া ভার। বাঙ্গালীর মাছের প্রতি যেমন আগ্রহ, তেমনি মাছ ধরাতেও আনন্দের শেষ নেই। শীতে খাল-বীলের পানি কমে যাওয়ায় চলছে মাছ ধরার উৎসব।       
                                               
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি খালে বিলে পানি সেচে মাছ ধরার পর শুরু হয় কাদা সরিয়ে মাছ ধরা। নিজপাড়া গ্রামে থলের দোলাসহ বিভিন্ন বিলে গিয়ে দেখা গেছে শীত মৌসুমে খালে বিলে পানি কমে যাওয়ায় গাতা করে মাছ শিকার করছে শৌখিন মৎস্য শিশু-কিশোর শিকারীরা। এক সময় ছিল যখন খালে-বিলে, নদী-নালায় মানুষ গাতা করে মাছ ধরতো। বিভিন্ন বিল গুলোতে মৎস্য চাষ করায় এখন সে দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। দেশের ঋতুর চক্রে শীত মৌসুমে খাল বিলে পানি কমে যায়। ঋতু পরিবর্তনে শীতের আগমন ঘন্টা বেজে উঠেছে। শীতের পরেই আসবে ঋতু রাজ বসন্ত। ইতি মধ্যেই খাল বিল নদী নালায় পানি কমে গেছে। 

জল বায়ু পরিবর্তনের ফলে কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রাম গুলোতে পানির স্থর নিচে নেমে যাওয়ায় খালে বিলে পানি সেকে মাছ ধরে নিয়ে যাওয়ার পর এক দল শিশু-কিশোর মাছ শিকারীরা মাছ ধরতে ব্যাস্ত সময় পার করছে। কাদা সরিয়ে মাছ ধরায় শিশুদের আনন্দের শেষ নেই। বৃদ্ধ যুবকের পাশা পাশি শিশু  কিশোর মৎস্য শিকারীরাও ব্যাস্ত মাছ শিকারে। মাছ ধরা এ উৎসব এখন প্রায় প্রতিটি গ্রামের খালে বিলে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত