কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারুল ইসলাম মায়া বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: ৯ মে ২০২৪, ১১:৪৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩
১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রংপুরের কাউনিয়ায় বুধবার সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ৬০ হাজার ৭শ ৮৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৬শ ১৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ মনজুদার রহমান মিলন ৫৪ হাজার ৯শ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহমুদুল হাসান পিন্টু চশমা প্রতীক নিয়ে ১৭ হাজার ৩শ ৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রওশনারা বেগম হাঁস প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ আঙ্গুরা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৯শ ৪৬ ভোট। ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৯৩টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮ থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কাউনিয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত