কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৮:৪০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৭:০৫

‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে ইউএনও তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ শাহীন সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত