পঞ্চগড়ে মেডিসিন দোকান বন্ধ রোগিদের দূর্ভোগ!
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৮:১৯ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২০:০৩
পঞ্চগড়ে দোকান কর্মচারীর বিরুদ্ধে চুরির মামলা করার পর আসামীকে গ্রেফতার না করা এবং উল্টো দোকান মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারণে পঞ্চগড়ে বুধবার সারা দিন মেডিসিন দোকান বন্ধ থাকে। দোকান মালিক কর্মচারী ওই চুরির মামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে পঞ্চগড় শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিসিডিএস ,পঞ্চগড় জেলা শাখার ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মেডিসিন দোকান বন্ধ থাকায় রোগি সাধারন বিপাকে পড়ে।
জানা যায়, চলতি নভেম্বর মাসের ১৬ তারিখে সাহেরা ফার্মেসীর মালিক কর্তৃপক্ষ তার দোকানের একজন কর্মচারি সহ অপর তিন ক্রেতাকে আসামী করে একটি এই চুরির মামলা করেন।দীর্ঘ সূত্রিতায় ওই আসামিদ্বয়কে গ্রেফতার না করায় দোকান মালিকগন সংগঠনের ব্যানারে মানববন্ধন করেন। তাদের দাবী ওই কর্মচারি উল্টো বাদির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেফতার করা হবে মর্মে আশ্বস্ত করলে বিকের পাঁচটার দিকে মেডিসিন দোকান খোলা হয়। তবে এ বিষয়ে দোকান মালিকদের সাথে যোগাযোগ করা হেলও তাদের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন,আসামি ধরতে অভিযান জোড়দার করা হয়েছে। তবে বাদির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা হয়নি বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত