পঞ্চগড়ে কৃষকদলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১৫ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৩০
জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃণমূলে জাগরণ তৈরি হয়েছে। পঞ্চগড় জেলায় বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম জোড়দার করণে কমিটির কাজ শুরু করেছে দলটি। পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম শাহীন স্থানীয় ভাবে দলকে গতিশীল ও শক্তিশালী করার কাজ শুরু করেছেন।তিনি মঙ্গলবার (২৬নভেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়ন কৃষক দলের কমিটির এক পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেবনগড় ইউপি সদস্য মোঃ ওবায়দুল হক কে সভাপতি , মোঃ আসিরুল হককে সাধারন সম্পাদক ও মোঃ রমিজ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে দেবনগড় জাতীয়তাবাদী কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উপজেলা আহবায়ক মোঃ রেজাউল করিম শাহীন বলেন , দলের হাতকে শক্তিশালী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।মতভেদ ভুলে গিয়ে বিএনপি’র পতাকাতলে একতাবদ্ধ হতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। এই কৃষক দলের নেতাকর্মীরাও কৃষকদের পাশে দাঁড়াবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ রাজিউর রহমান রাজু, সিনিয়র সহসভাপতি মনোরঞ্জনশীল বনিক, উপজেলা বিএনপি’র যুন্ম আহবায়ক মোঃ আবু সাঈদ, যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত