কাউনিয়ায় অবরোধের কোন প্রভাব নেই, মাঠে নেই জামায়াত বিএনপি

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৫ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ২০:৫৭

বিএনপি-জামায়াতের ডাকা ৪র্থ দফায় ২য় দিনের অবরোধে কাউনিয়ায় কোন প্রভাব ছিল না। সড়কে দুরপাল্লার বাস কম থাকলেও অনান্য যান চলাচল ছিল সাভাবিক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অবরোধ চলা কালে অবাধে চলাচল করেছে বিভিন্ন যানবাহন। কোথায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির অফিস কার্যালয়ে সামনে রেলগেট পুলিশ ছিল সতর্ক অবস্থায়। মহাসড়কসহ লোকাল সড়কে র‍্যাবের টহল ছিল।

অবরোধের সমর্থনে বিএনপি জামায়াতের কোন নেতা কর্মীকে মাঠে মিছিল বা পিকেটিং করতে দেখা যায় নি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক গুলেতে রিক্সা, আটো, মহেন্দ্র, লোকাল বাস, ট্রাক, পিকাপ চলাচল করেছে অবাধে। ব্যাংক গুলোতে লেনদেন ছিল স্বাভাবিক। জনতা ব্যাং ম্যানেজার নুর নবী জানান, অন্যদিনের চেয়ে আজ লেন দেন বেশী হয়েছে।

কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন চলাচল সাভাবিক ছিল। তবে দুরপাল্লার বাস ছিল কম। দোকান পাট, অফিস, আদালত, স্কুল কলেজ সাভাবিক নিয়মে চলেছে। গুরুত্বপূর্ন স্থান গুলোতে অতিরিক্ত পুলিশের অবস্থান ও র‍্যাব টহল দিতে দেখা গেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশ শর্তক রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।  

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত