কাউনিয়ার জনগুরুত্বপূর্ণ থানা রোড সংস্কারের দাবীতে বিক্ষোভ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১৯:৩৯ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৭
বাণিজ্যমন্ত্রীর এলাকা কাউনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র জনগুরুত্বপূর্ন গালস্ স্কুল মোড়ে রায়ায় জলাবদ্ধতা ও থানা রোড সংস্কারের দাবীতে ব্যবসায়ীরা গত রবিবার বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার কে একটি স্মারক লিপি প্রদান করে। কাউনিয়া থানা রোডের সকল ব্যবসায়ীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল রবিবার বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর নিকট একটি স্মারক লিপি প্রদান করে। কাউনিয়া থানা রোড (গালস্ স্কুল মোড়) স্বচ্ছ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মোবাস্বারুর ইসলাম রাজুসহ ব্যবসায়ীরা স্মারক লিপি প্রদান করেন। এসম উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, মানিক সরকার, লাভলু প্রমূখ। ব্যবসায়ীরা জলাবদ্ধতা ও রাস্তা সংস্কারের দাবীতে আধাঘন্টা দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ জানান। দীর্ঘ দিন থেকে এই সমস্যার কোন স্থায়ী সমাধান না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। নির্বাহী অফিসার সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত