উৎসুক জনতার ভীড়!

কাউনিয়ার গাছের উপর বিজলি পরে গাছ ফেটে চৌচির

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১০:২৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৩০

কাউনিয়া উপজেলার তকিপলবাজার থেকে শহীদবাগ যাওয়ার রাস্তায় বেতানির দোলার কাছে শুক্রবার বিকালে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। আকাশে মেঘ ডাকান সাথে শুরু হয় বিকট শব্দে বজ্রপাত। সেই বজ্রপাতে কাউনিয়া থেকে শহীদবাগ রোডে বেতানির দোলার কাছে রাস্তার ধারের বড় একটি গাছে বিজলি পরে গাছ টি ফেটে চৌচির হয়ে যায় এবং গাছের মাঝে ভেঙ্গে মাটিতেই পরে যায়। বিজলি পরে গাছের অবস্থার খবর ছড়িয়ে পড়লে নিমিষেই শত শত মানুষ গাছটি দেখতে আসেন। ফায়ার সার্ভিসের লোক জন এসে রাস্তার গাছ অপসারন করে। এলাকার বাসিন্দা নূরুন নবী জানা বিজলি পরে মানুষ মৃত্যুর অনেক খবর শুনেছি। কিন্তু গাছের এ অবস্থা আগে কোন দিন দেখিনি। নির্বাহী অফিসার তাহমিনা তারিন বৃষ্টির সময় সাধারন জনগণকে সাবধানে চলাচলের অনুরোধ জানিয়েছেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত