করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চীনে ফ্লাইট বাতিল-স্কুল বন্ধ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:৩১ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার প্রায় হাজারের বেশি ফ্লাইট বাতিল করলো চীন। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার সব স্কুল। একদল পর্যটকদের মাধ্যমে নতুন করে আবার সংক্রমণ শুরু হয়েছে। সেজন্য চীনে গণ পরীক্ষার নির্দেশ দিয়েছে সরকার।
চীনে পর পর ৫ দিন বাড়লো সংক্রমণ। যার ফলে চীনের উত্তর এবং উত্তর -পশ্চিমাঞ্চলে বিধি নিষেধ আরও কঠোর করা হয়েছে। নতুন যাদের দেহে সংক্রমণ দেখা দিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছে, বয়স্ক পর্যটকদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি। বেজিং এরই মধ্যে সীমান্তের যাতায়াত বন্ধ করেছে। দেশের অনেক অংশেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
পর্যটদের থেকে আবারও সংক্রমণের শুরু হয়েছে বলে চীন সরকার সকল নাগরিকের কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে যেতে চীনে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সেখানকার স্কুল ও কলেজ চালু হয়। ধীরে ধীরে অফিস ও নিজেদের কাজে যেতে শুরু করেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু বহিরাগত পর্যটকদের থেকে সংক্রমণ শুরু হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে চীনের জনগন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত