করোনা আক্রান্ত হয়ে স্ত্রীসহ হাসপাতালে প্রধান বিচারপতি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৪:৩০ | আপডেট : ১ নভেম্বর ২০২৪, ১৮:৫৯
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে বুধবার রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সুস্থ আছেন।
এদিকে বৃহস্পতিবার প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচার কাজ পরিচালনা করছেন।
ওমিক্রনের ভেরিয়েনেটর সংক্রমণের মুখেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। আক্রান্ত হয়েছেন অধস্তন আদালতের ৩৬ জন বিচারক।
একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার আবার ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ওই দিন প্রধান বিচারপতি বলেন, চারিদিকে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবার ভার্চ্যুয়ালি আদালত পরিচালনায় যেতে হবে।
তিনি আরও বলেন,ইতিমধ্যে আমাদের (সুপ্রিম কোর্ট) ১৩ জন বিচারপতি, নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন।
পরদিন বুধবার থেকে সুপ্রিম কোর্টের বিচার কাজ ভার্চ্যুয়ালি শুরু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত