কনকসার রহমান মাষ্টার পাঠাগারে 'পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই'  শীর্ষক আলোচনা সভা

  লৌহজং ( মুন্সিগন্জ)  সংবাদদাতা  

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ২০:১৯ |  আপডেট  : ২ মে ২০২৪, ২০:০৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্দ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষে  শত গ্রন্থাগারে 'পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই' শীর্ষক তিনমাসব্যাপী ধারাবাহিক পাঠ কার্ষক্রম এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, লৌহজং কেন্দ্রের আব্দুল জব্বার খান মুক্ত মঞ্চে। 

রহমান মাষ্টার স্মৃতি পাঠাগারের সভাপতি কহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল আউয়াল। 

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন- কেন্দ্রীয় পর্ষদের গ্রন্থাগার বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক আলম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। লৌহজং মুক্তিযোদ্ধা কাউন্সিলের  ডেপুটি কমান্ডার জনাব মহিউদ্দিন বাবুল মুন্সি। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের সহ-সভাপতি জনাব মোঃ সবজল শিকদার। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - কেন্দ্রীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন  রহমান মাস্টার স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ কুমার দে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমান মাস্টার স্মৃতি পাঠাগারের শিশু উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম শ্যামল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেনঃ সরিৎ রহমান স্তব ও  মুশফিকা আক্তার। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন - লৌহজং কেন্দ্রের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম,  মহিলা বিষয়ক সম্পাদিকা মনিকা পাল, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত, যুব ও ক্রীয়া সম্পাদক শিমুল কুমার দে,  সদস্য জাকারিয়া মোড়ল, সদস্য তারক নাথ সাহা, সদস্য মিঠুন দাস এবং রহমান মাস্টার স্মৃতি পাঠাগারের পাঠক বৃন্দ।

মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে ' পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই' শিরোনামে জাতির পিতার রচনা-পাঠ কার্যক্রমে অংশ গ্রহণকারী ৩টি গ্রুপে ১১ জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই গুলো তুলেদেন অনুষ্ঠানের  উপজেলা নির্বাহি কর্মকর্তা আবদুল আউয়াল।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত